বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী : নাহিম রাজ্জাক

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি 

মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী : নাহিম রাজ্জাক

শরীয়তপুর-৩ আসনের এমপি আলহাজ নাহিম রাজ্জাক বলেছেন, সরকার দেশের দরিদ্র মানুষের কল্যাণে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে।

বুধবার (১০ জুলাই) ডামুড্যা উপজেলার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ  বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নাহিম রাজ্জাক এমপি বলেন, সরকার দেশের অসহায় দরিদ্র মানুষের জন্য বয়স্ক, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদান, খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিয়ে জনগণের জন্য যা যা দরকার তাই করে যাচ্ছেন। দেশের মানুষের ভাগ্যোন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এ সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মধ্যে  নগদ টাকা বিতরণ করা হয়।

ডামুড্যা ইউএনও নাসরিন বেগম সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, ডামুড্যা পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি আবু বকর ছিদ্দিক, ডামুড্যা উপজেলা আ.লীগের সাবেক সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল জাহিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা।

টিএইচ